দেওয়ানগঞ্জ
আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আহসান হাবীব, বাহাদুরাবাদ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক, বাঘার চর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আশরাফ আলী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান, আনসার ভিডিপি অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান, সাংবাদিক উপস্থিত ছিলেন।