দেড় কোটি টাকার ক্ষতি
সীতাকুণ্ডে স্পিডবোট কারখানায় লুটপাট অগ্নিসংযোগ
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ব্যবসায়ী খোরশেদ আলমের স্পিডবোট কারখানা। সম্প্রতি সীতাকুণ্ড উপজেলার শীতলপুর তেতুল তল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাজা আলম এন্টারপ্রাইজ নামক একটি বোট তৈরির কারখানায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দেশের পট পরিবর্তনের সুযোগ নিয়ে কিছু স্থানীয় দুর্বৃত্ত খাজা আলম এন্টারপ্রাইজে চাঁদা দাবি করে এবং লুটপাট চালিয়ে আগুন দিয়েছে। প্রতিবেদনের জন্য খাজা আলম এন্টারপ্রাইজের মালিক খোরশেদ আলমের সামনে গেলে তিনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে অনেকটা স্তম্ভিত হয়ে পড়েন। তিনি বলেন, আমি গত বিশ বছর ধরে এই বোট তৈরির কারখানা চালিয়ে যাচ্ছি। পুরাতন জাহাজের বোট কিনে আমি বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়ে মেরামত করি এবং নতুন বোটও তৈরি করে আসছি। এই কারখানার জন্য আমার অনেক টাকা বিভিন্নভাবে ঋণ রয়েছে। আমি কারখানা থেকে তৈরি হওয়া বোটগুলো দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যটন শিল্পে সাপ্লাই করে থাকি। কদিন আগে দুর্বৃত্তরা আমার সব কিছু শেষ করে দিয়েছে। ইঞ্জিনচালিত ও সাধারণ প্যাডেল চালিত বোটের ৪২টি ডিবাইসসহ সেনাবাহিনীর অর্ডার ১২টি, চট্টগ্রাম ডিসি পার্কের অর্ডার ১৫টি, বান্দরবান ক্যান্টনম্যান্টের অর্ডার ৪টি এছাড়া প্যাডেল বোট ছিল ৩৫টি, যা আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়। দুর্বৃত্তরা কারখানা থেকে ড্রিল মেশিন, গ্রেনডিং মেশিন, ১০ ব্যারেল গাম, ২৫ রোল ফাইবার, জেল কোট (কেমিক্যাল), পিপি, ১০টি স্পিডবোটের ইঞ্জিন, ওয়েল্ডিং মেশিনসহ কমপ্রেসার মেশিন লুট করে নিয়ে যায়। তারা আমাকে কোপ দিয়ে আহত করে এবং কারখানার মিস্ত্রিদেরও হামলা চালিয়ে আহত করে। এতে তার এক কোটি বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ী খোরশেদ। এদিকে ঘটনা পরবর্তী সময়ে সীতাকুণ্ডের দায়িত্বে থাকা ক্যাপটেন তানভীরের নেতৃত্বে কারখানা পরিদর্শন করেন সেনাবাহিনী। বোট তৈরির কারখানায় হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় হামলাকারী দুর্বৃত্তদের মধ্যে মনির, আখেরুজ্জামান, সেলিম, তসলিম ও শাহাবুদ্দিনসহ অনেকের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী খোরশেদ আলম।