×

এই জনপদ

নগরকান্দা

বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৩০

Icon

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : নগরকান্দায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত কবির ভূঁইয়া (৫৫) কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের মৃত বশার ভূঁইয়ার ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল কবির ভূঁইয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় কবির ভূঁইয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মধ্যে দীর্ঘদিন স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার নগরকান্দায় শহিদুল ইসলাম বাবুলের পথসভায় অংশগ্রহণ করার কথা ছিল। অন্যদিকে শামা ওবায়েদ সমর্থিত স্বেচ্ছাসেবক দলের গ্রুপ একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়। এই নিয়ে মঙ্গলবার রাতে শহিদুল ইসলাম বাবুলের দুটি গেট ভেঙে ফেলা হয়। এতে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩০ জন আহত হন। প্রথমে শহিদুল ইসলাম বাবুলের সমর্থকেরা উপজেলা সদর বাজার তাদের দখলে নেন। ঘণ্টা খানেক পর শামা ওবায়েদের সমর্থকেরা শহিদুল ইসলাম বাবুলের সমর্থকদের হটিয়ে সদর বাজার দখলে নেন। এই ঘটনায় উপজেলার ভবুকদিয়াসহ আরো কয়েকটি স্থানে দুপক্ষ অবস্থান নেয়।

নগরকান্দা থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সদর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App