মহালছড়িতে রাস্তা ভেঙে হাজারো মানুষের দুর্ভোগ
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ি সদরের সঙ্গে মুবাছড়ি ইউনিয়নের যোগাযোগের একমাত্র রাস্তাটি ভেঙে গিয়ে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। সরজমিন গিয়ে দেখা যায়, মহালছড়ি সদরের সঙ্গে মুবাছড়ি ইউনিয়নের যোগাযোগের একটি মাত্র রাস্তা এটি। রাস্তাটিতে কয়েকটি বাঁশ দিয়ে সাময়িকভাবে পারাপারের ব্যবস্থা করছে এলাকার যুবকরা।
গত কয়েকদিনে প্রচুর বৃষ্টি হওয়ায় রাস্তার কাপ্তাইপাড়া অংশের কালভার্ট সংলগ্ন রাস্তাটি ভেঙে যায়। ফলে দুর্ভোগে পড়েছে প্রায় ২০-২৫টি গ্রামের হাজার হাজার মানুষ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী ও কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসাসহ প্রতিদিন এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। কোনো যানবাহন চলতে না পারায় বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিগগিরই রাস্তাটি মেরামত করে দিয়ে জনজীবন স্বাভাবিক করে দেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
সিঙ্গিনালা গ্রামের বাসিন্দা থুইসাপ্রæ মারমা বলেন, অনেক দিন ধরে এই রাস্তাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও তারা কোনো পদক্ষেপ নেননি। যেখানে রাস্তা ভেঙে গেছে, তার পাশের কালভার্টটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে এটি ভেঙে যেতে পারে।
স্থানীয় মিটু চাকমা বলেন, রাস্তাটি ভেঙে গিয়ে ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। বেকায়দায় পড়েছেন চাকরিজীবীরা। তিনিও দ্রুত রাস্তাটি সংষ্কার করে দেয়ার দাবি জানান। মুবাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি খীসা শিগগিরই মানুষের চলাচলের জন্য একটা ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।