×

এই জনপদ

ঝিনাইগাতী ভূমি অফিস ভাঙচুর

ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় মিলছে না সেবা

Icon

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসের কর্মকাণ্ড শুরু হলেও ভবন বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হওয়ায় মিলছে না সেবা।

বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশে অরাজকতা সৃষ্টি হয়। এ সময় আওয়ামী লীগ কার্যালয়, যুবলীগ কার্যালয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসাবাড়ি-দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ওইদিন সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেয়া হয় ভূমি অফিসের গাড়ি। আগুনে পুড়ে যায় ভূমি অফিসের কাগজপত্রসহ ডিজিটাল ভূমি সেবার অন্তর্ভুক্ত সব সরঞ্জাম। পরে ভূমি অফিসের কার্যক্রম চালু করা হলেও ভূমি অফিস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেবা দিতে পারছে না প্রশাসন। প্রতিদিন সেবা নিতে আসা শত শত মানুষ ফেরত যাচ্ছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দা রানী ভৌমিক বলেন, ভূমি অফিসের যেসব কাগজপত্র পুড়িয়ে দেয়া হয়েছে তাতে ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, ভূমি অফিসের যে পরিমাণের ক্ষতি হয়েছে তালিকা তৈরি করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া অফিস পুড়িয়ে দেয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App