নাটোরে ১১ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক, নাটোর : গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠাসহ বিএমডিসি আইন-২০১০ এর সর্বাত্মক প্রয়োগের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রিট নিষ্পত্তি, ঝঅঈগঙ ও পল্লী চিকিৎসক পদগুলোর নাম পরিবর্তনসহ ১১ দফা দাবিতে নাটোরে এমবিবিএস ও বিডিএস চিকিৎসকরা মানববন্ধন করেছে।
গতকাল বুধবার নাটোর প্রেস ক্লাব চত্বরে জেলার সর্বস্তরের চিকিৎসকদের আয়োজনে এই কর্মসূচিতে জেলার চিকিৎসকরা অংশ নেন। মানববন্ধনকালে বক্তব্য দেন ডাক্তার সোহরাব হোসেন সম্রাট শান্ত, কামাল উদ্দিন ভূঁইয়া, ডাক্তার রাসেল, ডাক্তার আতিয়া খাতুন, ডাক্তার শহিদুল হক সুমন, ডাক্তার মাহবুব, মা ও শিশু হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল মাজেদসহ চিকিৎসকরা।
বক্তারা বলেন, এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। পল্লী চিকিৎসকসহ ওষুধের দোকানিরাও নিজেদের নামের আগে ডাক্তার লিখে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এতে সাধারণ মানুষ প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা দেশ থেকে অপচিকিৎসা বন্ধ করাসহ সিভিল সার্জনদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণের দাবি জানান।