×
Icon ব্রেকিং
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

এই জনপদ

পঞ্চগড় প্রেস ক্লাব

সভাপতি সাইদুজ্জামান সম্পাদক ইনসান

Icon

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলার সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন প্রেস ক্লাবের সদস্য বজলুর রহমান। নাগরিক টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইদুজ্জামান রেজাকে সভাপতি এবং দৈনিক নবচেতনার পঞ্চগড় প্রতিনিধি ইনসান সাগরেদকে সাধারণ সম্পাদক ঘোষণা দেয়া হয়।

এ সময় পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইনডিপেন্ডেট টেলিভিশনের প্রতিনিধি শফিকুল আলম, সাবেক সভাপতি জনকণ্ঠের প্রতিনিধি এ রহমান মুকুল, বাংলাদেশ বেতার ও দেশ রূপান্তরের প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদ, বাংলাভিশন ও কালবেলার প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক করতোয়ার সামসুদ্দিন চৌধুরী কালাম, কালের কণ্ঠের প্রতিনিধি লুৎফর রহমান কমিটি গঠনের পক্ষে স্বাক্ষর করেন।

এর আগে সদস্য অর্ন্তভুক্তি নিয়ে এবং কমিটির মেয়াদ শেষ হওয়ায় প্রেস ক্লাবে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সাবেক সভাপতি শফিকুল আলম এবং সাবেক সভাপতি এ রহমান মুকুল নতুন সদস্য করা হবে এবং নতুন কমিটি করার দাবিও তোপের মুখে মেনে নেন। পরে সিনিয়র সাংবাদিকদের আলোচনার মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদকসহ ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর পরই সভাপতি সাধারণ সম্পাদকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। নতুন কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এদিকে কমিটি ঘোষণার সময় মেয়াদ শেষ হওয়ায় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও এনটিভির সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ চিকিৎসাজনিত কারণে রাজধানীতে থাকায় এবং সাধারণ সম্পাদক মোাহনা টিভির পঞ্চগড় প্রতিনিধি জামিল চৌধুরী ডলার উপস্থিত হয়নি।

নতুন কমিটির সভাপতি সাইদুজ্জামান রেজা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে জানান নবীন ও প্রবীণ সাংবাদিকদের সঙ্গে পরামর্শ করে আগামীতে প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করে যাবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ৭১ শতাংশ মানুষ: বিআইজিডি জরিপের ফলাফল

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ৭১ শতাংশ মানুষ: বিআইজিডি জরিপের ফলাফল

ছাত্র আন্দোলনে গুলি চালানো সেই এপিবিএন সদস্য গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে গুলি চালানো সেই এপিবিএন সদস্য গ্রেপ্তার

ড. ইউনূসকে হুমকি; অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

ড. ইউনূসকে হুমকি; অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App