×

এই জনপদ

শুরু হয়নি নাকুগাঁও স্থলবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম

বেকার ৪ হাজার শ্রমিক

Icon

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খোরশেদ আলম, শেরপুর থেকে : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম শুরু হলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। আংশিক কার্যক্রম চলায় ৫ হাজার শ্রমিকের মধ্যে ১ হাজার শ্রমিক কাজে যোগ দিয়েছেন। বাকি ৪ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। নাকুগাঁও স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, এখানে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় ৫ হাজার পাথর শ্রমিক রয়েছেন। এর মধ্যে ৩ হাজার নারী শ্রমিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই দুর্বৃত্তরা নাকুগাঁও স্থলবন্দরে হামলা চালায়। পরে নিরাপত্তাজনিত কারণে স্থলবন্দরে কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে স্থলবন্দরে কর্মরত ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন।

মানবেতর জীবনযাপন করতে থাকেন শ্রমিকরা। সাত দিন বন্ধ থাকার পর ১২ আগস্ট স্থলবন্দরটি খুলে দেয়া হলেও এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। নাকুগাঁও স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ছালাম বলেন, ইতোপূর্বে প্রতিদিন ১০০-১৫০ ট্রাক পাথর ভারত থেকে বাংলাদেশে আসত। বর্তমানে ২০ থেকে সর্বোচ্চ ২৫ ট্রাক আসছে। ফলে ৪ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। একইসঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করতে পারলেও বাংলাদেশি যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারছেন না। বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ১২ আগস্ট থেকে এই বন্দর দিয়ে পাথরভর্তি ভুটানের ট্রাক ও বৈধ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করতে পারছেন। তবে বাংলাদেশি কোনো পাসপোর্টধারী নাগরিক ভারতে প্রবেশ করতে পারছেন না। নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ৩ দিন ধরেই এই বন্দরের আমদানি-রপ্তানি ও ব্যবসা বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এখানে ভুটানের পাথর আসতে শুরু করেছে। এতে পাথর শ্রমিকদের কাজকর্ম স্বাভাবিক হয়েছে। নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই বিপ্লব বলেন, গত সোমবার থেকে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করতে পারছেন। তবে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করতে পারছেন না। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাংলাদেশি কোনো নাগরিক ভারতে যেতে পারবেন না বলে তিনি জানান।

নাকুগাঁও স্থলবন্দরের ল্যান্ড কাস্টম অফিসার (এলসিও) কায়সার মহিউদ্দিন বলেন, গত সোমবার থেকেই নাকুগাঁও বন্দরে ভুটানের পাথর ঢুকতে শুরু করেছে। একইসঙ্গে ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমও শুরু হয়েছে।

পাশাপাশি এই বন্দরের পাথর শ্রমিকরাও তাদের কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে স্বাভাবিক হবে নাকুগাঁও স্থলবন্দরটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

মাজার হামলার প্রতিবাদে ৫ দফা দাবি গণপ্রতিরোধ যাত্রার

মাজার হামলার প্রতিবাদে ৫ দফা দাবি গণপ্রতিরোধ যাত্রার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App