×

এই জনপদ

প্রকাশ্যে গুলি ও হামলা

লোহাগাড়ায় সাবেক এমপি নদভীসহ ৭৩ জনের নামে মামলা

Icon

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : লোহাগাড়ায় সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজাম উদ্দিন নদভী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরুসহ ৭৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত রবিবার চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. জাহেদ। আদালত মামলাটি আমলে নিয়ে লোহাগাড়া থানার ওসিকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান। মামলার এজাহার বলা হয়েছে, গত ১ আগস্ট উপজেলার পদুয়া ইউনিয়নের নুইরগা ডেবা নামক স্থানে আসামিরা অশ্লীল নাচ-গানের আয়োজন করে। একপর্যায়ে এলাকার সচেতন মহল গিয়ে ওই গানের আসর বন্ধ করতে বললে আসামিরা প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। অন্যদিকে, গত ৪ আগস্ট উপজেলা সদর বটতলী স্টেশনের চৌধুরী প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল শুরু হলে আসামিরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিলে উপর্যুপরি গুলি ছোড়ে, আশপাশের দোকান ভাঙচুরসহ ব্যক্তি মালিকানাধীন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ছাত্র আন্দোলনের মিছিলে ধাওয়া করে ভিকটিম হাসনাতকে এলোপাথাড়ি মাথা ও পিঠে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে মৃত ভেবে ফেলে রাখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App