আন্দোলনে গিয়ে মৃত্যু
বিচার চান শহীদ আয়াতুল্লাহর পরিবার
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ‘সবার ছোডু ছেরা আমার আয়াতুল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান আছিন। তারে নিয়া আমার অনেক স্বপ্ন আছিন। একদিন সে বড় হইয়া চাকরি কইরা সংসারের হাল ধরব। কিন্তু আমার হেই স্বপ্ন আর পূরণ হইল না। ছাত্র আন্দোলনের পক্ষে যাইয়া আমার আয়াতুল্লাহ আনসার বাহিনীর গুলিতে শহীদ হইছ। যারা আমার আয়াতুল্লাহকে গুলি কইরা মারছে, সেই হত্যাকারীদের বিচার চাই।’ এভাবেই কান্নামিশ্রিত কণ্ঠে কথাগুলো বলছিলেন মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আয়াতুল্লাহর মা সুভা আক্তার (৫২)।
আয়াতুল্লাহর বড় ভাই সোহাগ মিয়া বলেন, আমার ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে শহীদ হয়েছে, এখন তাকে আমরা ফিরে পাব না। আমার ভাই যাদের গুলিতে মারা গেছেন, সেই হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়া এই আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেককে যেন রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে শহীদ আয়াতুল্লাহর পরিবারকে সমবেদনা জানাতে তার পরিবারের সঙ্গে দেখা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা ও মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন।