জমি নিয়ে বিরোধ
সিংগাইরে ঘরবাড়ি ভাঙচুর লুটপাট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : সিংগাইরের চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামে জমি বিরোধের জের ধরে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুর ও শনিবার রাতে কয়েক দফায় এ হামলার ঘটনা ঘটে। গত রবিবার দুপুরে সরজমিন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা য়ায়, ওই গ্রামের আব্দুর রহমান ও চাঁন মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে আব্দুর রহমানের পরিবার টিনের দো-চালা ঘর ও বাউন্ডারি দেয়াল দিয়ে দীর্ঘদিন ভোগ দখল করে আসছিল। আব্দুর রহমানের প্রতিপক্ষ অভিযুক্ত চাঁন মিয়া, তার ছেলে আলী হোসেন ও শাকিব আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার সুযোগে দুর্বৃত্তদের ভাড়া করে ওই জমিতে থাকা ঘরবাড়িতে হামলা ও লুটপাট চালায়। ভেঙে ফেলে টিনের ঘর ও বাউন্ডারি দেয়াল। ভুক্তভোগী আব্দুর রহমান জানান, গত দুই দিনের কয়েক দফায় হামলা চালিয়ে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয়েছে। হামলাকারীদের ভয়ে পরিবার-পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে বসবাস করছেন তিনি। এ ব্যাপারে বাঘুলি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ফাঁড়ির কার্যক্রম আপাতত বন্ধ। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।