×

এই জনপদ

জমি নিয়ে বিরোধ

সিংগাইরে ঘরবাড়ি ভাঙচুর লুটপাট

Icon

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : সিংগাইরের চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামে জমি বিরোধের জের ধরে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুর ও শনিবার রাতে কয়েক দফায় এ হামলার ঘটনা ঘটে। গত রবিবার দুপুরে সরজমিন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা য়ায়, ওই গ্রামের আব্দুর রহমান ও চাঁন মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে আব্দুর রহমানের পরিবার টিনের দো-চালা ঘর ও বাউন্ডারি দেয়াল দিয়ে দীর্ঘদিন ভোগ দখল করে আসছিল। আব্দুর রহমানের প্রতিপক্ষ অভিযুক্ত চাঁন মিয়া, তার ছেলে আলী হোসেন ও শাকিব আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার সুযোগে দুর্বৃত্তদের ভাড়া করে ওই জমিতে থাকা ঘরবাড়িতে হামলা ও লুটপাট চালায়। ভেঙে ফেলে টিনের ঘর ও বাউন্ডারি দেয়াল। ভুক্তভোগী আব্দুর রহমান জানান, গত দুই দিনের কয়েক দফায় হামলা চালিয়ে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয়েছে। হামলাকারীদের ভয়ে পরিবার-পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে বসবাস করছেন তিনি। এ ব্যাপারে বাঘুলি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ফাঁড়ির কার্যক্রম আপাতত বন্ধ। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App