×

এই জনপদ

জামালপুরে আ.লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাইমুম সাব্বির শোভন, জামালপুর থেকে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগসহ জামালপুর সদর উপজেলায় সংগঠিত ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিএনপির নেতাকর্মী ও পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

গতকাল রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের হাইস্কুল মোড়, পুরাতন শিল্পকলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের র‌্যালিতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মী নাফিজুর রহমান তুষার, কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহরিয়ার ইসলাম রাফি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদসহ ২০০ থেকে ৩০০ জন হত্যার চেষ্টা করে হামলা চালায়।

এ ঘটনায় তুষার, রাফি ও ফারহান আহাম্মেদের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পুরাতন বাইপাস মোড় এলাকায় সদর উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দের নেতৃত্বে ও নির্দেশে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ ৬২ জন সংঘবদ্ধ হয়ে ছাত্রদল নেতা আব্দুল করিম কামরানের ওপর হামলা ও হত্যার চেষ্টা করে। এ ঘটনায় ছানোযার হোসেন ছানু ও বিজন কুমার চন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের ৬২ জনের উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে সদর উপজেলার ঘোরধাপ এলাকায় সংগঠিত ভিন্ন ভিন্ন দুটি ঘটনায় আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। এ চারটি মামলায় ১৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩৯০ জনকে আসামি করা হয়। এসব মামলা বিএনপির নেতাকর্মী ও পুলিশ বাদী হয়ে করেছে।

জামালপুর সদর ওসি মোহাম্মদ মহব্বত কবির বলেন, এ পর্যন্ত চারটি মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তবে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে যে ৮ জেলার নিম্নাঞ্চল

বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে যে ৮ জেলার নিম্নাঞ্চল

শেখ হাসিনার ক্ষমতার ভিত কাঁপিয়ে দেওয়া সেই সাংবাদিক এখন বাংলাদেশে

শেখ হাসিনার ক্ষমতার ভিত কাঁপিয়ে দেওয়া সেই সাংবাদিক এখন বাংলাদেশে

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App