×

এই জনপদ

চান্দিনা

পরকীয়ার জেরে নববধূকে হত্যা স্বামী আটক

Icon

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রিপন আহমেদ ভূঁইয়া, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : চান্দিনায় স্বামীর পরকীয়া জেনে ফেলায় সুমাইয়া আক্তার (২০) নামে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মুফতি মোহাম্মদ আলীর বিরুদ্ধে। গত শুক্রবার রাতে উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই মোল্লা বাড়িতে নববধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত সুমাইয়া ওই গ্রামের হারুনুর রশিদের মেয়ে। ঘাতক স্বামী মোহাম্মদ আলী একই ইউনিয়নের কংগাই সোনাকান্দা গ্রামের শাহজাহানের ছেলে। জানা যায়, গত ২৮ দিন আগে পারিবারিকভাবে মুফতি মোহাম্মদ আলীর সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের মোহাম্মদ আলী একটি প্রাইভেট মাদ্রাসায় সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করতেন মোহাম্মদ আলী। পাশাপাশি একটি মসজিদের ইমামতিও করতেন। বিয়ের পর থেকেই বেকার ছিলেন মুফতি মোহাম্মদ আলী।

নিহত সুমাইয়ার স্বজনরা জানায়, গত শনিবার ভোরে মোহাম্মদ আলী ঘর থেকে বের হয়ে সুমাইয়া স্ট্রোকে মারা গেছে জানিয়ে কান্নাকাটি শুরু করে। পরে সুমাইয়াকে দাফনের উদ্দেশ্যে গোসল করাতে গেলে শরীরের বিভিন্ন জায়গায় দাগ দেখতে পান দায়িত্বে থাকা মহিলারা। এতে ওই নববধূর পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা মোহাম্মদ আলীকে চাপ প্রয়োগ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন। চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ ভোরের কাগজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ঘাতক মোহাম্মদ আলীকে আটক করা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App