ইন্দুরকানীতে সাংবাদিকের বাড়িতে লুট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : ইন্দুরকানীতে স্থানীয় সাংবাদিক জে আই লাভলুর বাড়িতে প্রবেশ করে তার বৃদ্ধা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। জে আই লাভলু দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি।
এ ব্যাপারে লাভলু জানান, বুধবার রাতে আমার মা বাড়িতে একা ছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে ৮-১০ জন দুর্বৃত্ত মুখ বেঁধে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় দুর্বৃত্তরা টাকা ও স্বর্ণালঙ্কার কোথায় আছে তা জানতে চায়। না বললে তাকে হত্যা করে ঘরবাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়া হবে বলে হুমকি দেয়। পরে তিনি প্রাণ বাঁচাতে বাসার ছাদে বেগুন ক্ষেতে মাটির ভেতর পলিথিনে মুড়িয়ে রাখা স্বর্ণালঙ্কার দেখিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা মাটি খুঁড়ে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এছাড়া আলমারিতে রাখা ১০ হাজার টাকাও নিয়ে যায়। এ ঘটনার পরে তিনি তার রুমে অচেতন হয়ে পড়েন। কয়েক ঘণ্টা পর জ্ঞান ফিরলে আমাকে মোবাইল ফোনে জানালে বিষয়টি আমি স্থানীয় থানা পুলিশসহ কয়েকজনকে জানাই। বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানী থানা পুলিশ, প্রেস ক্লাবের সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃদ্ধা মমতাজ বেগম জানান, বুধবার সন্ধ্যার দিকে কিছু সময়ের জন্য অসাবধানতাবশত ঘরের সামনের দরজা চাপানো ছিল। ধারণা করা হচ্ছে, ওই সময় দরজা খোলা পেয়ে কেউ ঘরে ঢুকে আত্মগোপনে ছিল। পরে রাত আনুমানিক ১১টার দিকে দরজা খুলে আরো লোকজন নিয়ে আমাকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আমার স্বামী মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া ও ছেলে লাভলু কেউই বাড়িতে ছিল না।
ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, পূর্ব চরবলেশ্বর গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ঘরে ঢুকে কিছু দুর্বৃত্ত তার স্ত্রীকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের হলে তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।