কোটচাঁদপুর প্রেস ক্লাব
সভাপতি শাহ জামান সম্পাদক কামাল
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে সাপ্তাহিক দিগন্তবাণী পত্রিকার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও দিগন্তবাণীর সম্পাদক আলহাজ মুহা. শাহ জামানকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি কামাল হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি বিএম ওয়াদুুদ (দৈনিক দিনকাল ও দৈনিক নবচিত্র), সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম মল্লিক (দৈনিক খবর ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম (দৈনিক জন্মভূমি), অর্থবিষয়ক সম্পাদক এমএ খালেক (দৈনিক বাংলার ভোর), নির্বাহী সদস্য পদে আলমগীর কবির (দৈনিক স্পন্দন), মো. খালেদুর রহমান (দৈনিক আমাদের সংবাদ), মো. আরিফ হোসেন (দিগন্তবাণী), মো. মাসুম বিল্লাহ (দৈনিক নওরোজ) মো. সাব্বির হোসেন (দৈনিক ঘোষণা) ও মো. আল-আমীন (ডেইলি বাংলাদেশ ডায়েরি)।