×

এই জনপদ

টেকনাফ

মিয়ানমার থেকে আসা অবৈধ কাঠ উদ্ধার

Icon

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শহীদ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার) থেকে : কক্সবাজার টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা ১০ কোটি ৫ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা মূল্যের কাঠ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার টেকনাফ ২ বিজিবির অধিনায়ক কর্নেল মহিউদ্দীন আহমেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গত ৮ আগস্ট রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২-বিজিবি) অধীন দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বড়ইতলী নামক এলাকা দিয়ে কিছু ট্রলার যোগে মিয়ানমার থেকে অবৈধ কাঠ বহন করে বাংলাদেশে নিয়ে আসতে পারে।

এই তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির টহল দল কৌশলে অবস্থান নিলে ৮টি ট্রলারকে সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। টহল দলের সন্দেহ হওয়ায় ট্রলারগুলোকে থামার সংকেত দিলে ট্রলারগুলো নাফ নদীর কিনারায় বাংলাদেশ পাশে নোঙর করে।

পরবর্তী সময় টহল দল উল্লেখিত কাঠের ট্রলারগুলো তল্লাশি করে সরকারি কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে আসা ৩ হাজার ১০৯ পিস (২৩৫৫৯.৩৯ সিএফটি) গর্জন কাঠ, ২৯৯ পিস (১২০৯.৯৩ সিএফটি) বার্মাটিক কাঠ এবং ৬৭৯ পিস (৪৪৪৯.৮২ সিএফটি) চম্পাফুল কাঠ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া কাঠের মূল্য ১০ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা। উল্লেখ্য, ৮ আগস্ট রাতে উদ্ধার কাঠগুলো গুনে গত বুধবার টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে। গতকাল এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App