×

এই জনপদ

ঈশ্বরদী

মিথ্যা মামলার প্রতিবাদের মিছিলে হামলা ও গুলিবর্ষণ

Icon

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে ছাত্রদল কর্মী সচীন বিশ্বাস সাজুকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল হোসেনকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়– মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সাহাপুর জিগাতলা এলাকা থেকে ঝাড়– নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি রূপপুরের দিকে যাওয়ার পথে নতুন রূপপুর কড়ইতলা এলাকায় পৌঁছালে রূপপুর স্কুলের বাউন্ডারির মধ্যে ওতপেতে থাকা দুর্বৃত্তরা আচমকা গুলিবর্ষণ করে।

এদিকে গুলিবর্ষণের পর ওই এলাকার দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীদের ছোটাছুটি করতে দেখা যায়। পর পর ৮ থেকে ১০ রাউন্ড গুলি ছোড়া হলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মিছিলে থাকা শারীরিক প্রতিবন্ধী সজল প্রামাণিককে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে মিছিলে হামলা করার অভিযোগে এলাকাবাসী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভির হাসান সুমনের বাড়ি ও অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। রাস্তার পাশে থাকা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃৃত্তরা। সজল প্রামাণিক (২৫) নামে একজনকে আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকার শফি প্রামাণিকের ছেলে ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান বলেন, এলাকাবাসীর শান্তিপূর্ণ মিছিলে তানভীর হাসান সুমনের নেতৃত্বে নবী, দাদা সজিবসহ ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গুলি ও হামলা চালিয়েছে।

তানভীর হাসান সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, মিছিলে কারা গুলি করেছে জানি না। তবে মিছিল থেকে একদল দুর্বৃত্ত আমার বাড়ি ও অফিসে হামলা ও ভাঙচুর করেছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, মিছিল, হামলা, গুলিবর্ষণের খবর পেয়েছি। তবে এখনো এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App