×

এই জনপদ

অস্থায়ী কার্যালয়ে বানিয়াচং থানার কার্যক্রম শুরু

Icon

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের ১০ দিন পর অস্থায়ী কার্যালয়ে বানিয়াচং থানার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান সেনা কর্মকর্তা মেজর মাহি চৌধুরী। এদিন সকালে আগত ১২ জন পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এ সময় মেজর মাহি চৌধুরী বলেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বানিয়াচং থানা থেকে লুট হওয়া হওয়া অস্ত্র জমা দিতে হবে। যারা বুঝে না নিয়েছেন অনতিবিলম্বে অস্ত্রগুলো জমা দিয়ে দেন। এতে আপনাদের কোনো সমস্যা হবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র আইনে মামলাসহ কঠিন বিচারের মুখোমুখি হতে হবে। আশা করি আজকের মধ্যেই অন্যান্য পুলিশ সদস্যরাও থানায় যোগ দেবেন। জান এবং মাল রক্ষায় পুলিশকে সহযোগিতার আহ্বানও জানান তিনি। উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে ৮ জনের প্রাণহানি ঘটে এবং শতাধিক আহত হন। পরে এক সাংবাদিক ও পুলিশ সদস্যও প্রাণ হারান। এ ঘটনায় বানিয়াচং থানা পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App