পাবনা
সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পাবনা প্রতিনিধি : জেলা সদর সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগীরা। গতকাল বুধবার দুপুরে পাবনা কোর্ট চত্বরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ভুক্তভোগী জনগণের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন কর হয়। পরে জেলা সাব-রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, পাবনা ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রস্তাবিত) জায়গা গত বছরের জুন মাসে কলেজের নামে দাতা সদস্যের দান করা জমি রেজিস্ট্রেশন করতে গেলে সদর সাব-রেজিষ্টার ইউসুফ আলী জেলা প্রসাশকের অনুমতিপত্র চেয়ে ওই কলেজের জমির রেজিস্ট্রেশন স্থগিত করে দেন। দুর্নীতিবাজ এই কর্মকর্তার কর্মকাণ্ডে বুঝা যায় তিনি মোটা অঙ্কের অবৈধ সুবিধা নিতে চান। আমরা এদেশের সাধারণ নাগরিক, এদেশের জনগণের ট্যাক্সের টাকায় তারা সরকারি অফিসের বেতন-বোনাস ও সব আর্থিক সুবিধা পান। আমরা এই কর্মকর্তার অপসারণ চাই।