মেজর জেনারেল মঈন
শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জনগণের পাশে থাকব
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : সাভার সেনানিবাসের জিওসি মেজর জেলারেল মো. মঈদ খান বলেছেন, দেশের সব মানুষ সমান অধিকার ভোগ করবে। এখানে কেউ ছোট না আবার কেউ বড় না, সবাই সমান। আমরা দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ করে যাব। আমরা দেশের জনগণের পাশেই আছি এবং থাকব।
গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মানিকঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ এলাকার নাজিরপুর গ্রামে রাধা গোবিন্দ জিউর আখড়া মন্দির পরিদর্শন ও এলাকার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে মেজর জেনারেল মো. মঈন খান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশটা আমাদের সবার- তাই সবাই দেশপ্রেম নিয়ে এই দেশটাকে গড়ে তুলতে হবে। অপরাধী যেই হোক কোনো ছাড় পাবে না। কেউ গুজবে কান দিবেন না। পুলিশ থানায় কাজ শুরু করেছে, সিভিল প্রশাসন আছে আপনাদের সেবায় আর আমরাও আছি। যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে সেনাবাহিনীর আছে ও থাকবে। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রানী সাহা বলেন, আমাদের উপজেলাসহ জেলায় কোনো সম্প্রদায়িক হিংসা বা হামলার ঘটনা ঘটেনি। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা যা হয়েছে, তা অনেকটাই ব্যক্তিগত স্বার্থ বা শত্রæতা থেকে হয়েছে। আমাদের এলাকায় মুসলিম ভাইয়ে সদা-সর্বদা আমাদের পাশেই ছিলেন। তাছাড়া আজকে সেনাবাহিনীর এতবড় কর্মকর্তা আমাদের খোঁজখবর নেয়ার জন্যে ছুটে এসেছেন, এতে আমরা সত্যই আনন্দিত ও আশ্বস্ত। নবগঠিত সরকারকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন।
এ সময় সেনাবাহিনীর লে. কর্নেল জুনায়েত উল্লাহ শাহ্ চৌধুরী, মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু, এএসপি (সিংগাইর সার্কেল) আবদুল্লাহ আল-ইমরান, ওসি জিয়ারুল ইসলাম, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শাহনুর ইসলাম, মন্দির কমিটির সভাপতি সুনিল ঘোষ, সাধারণ সম্পাদক রাধে স্যাম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।