×

এই জনপদ

বাদ যায়নি সেনা কর্মকর্তা এবং বিএনপি নেতার বাড়িও

তালায় আওয়ামী লীগ নেতা ও হিন্দুদের বাড়িতে হামলা

Icon

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তালা উপজেলাজুড়ে হিন্দু বাড়ি ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। শুধু তাই নয় তাদের ধ্বংসযজ্ঞ থেকে বাদ পড়েনি বিএনপি নেতা, সেনা কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় জনপ্রতিনিধিদের বাড়িঘরও। এদিকে বিএনপি ও জামায়াতের লোকজন পাহারা দিলেও বন্ধ হচ্ছে না দুর্বৃত্তদের তাণ্ডব। এছাড়া প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে জনসাধারণ। গত সোমবার থেকে উপজেলার দেড় থেকে দুই শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। হামলাকারীরা কোন দলীয় সর্মথক তারও নির্দিষ্ট কোনো পরিচয় পাওয়া যায়নি।

হাজারাপাড়া এলাকার সেনা কর্মকর্তা শিবাজী লাহেড়ী জানান, চাকরি সূত্রে তার কর্মস্থল চট্টগ্রামে। সরকার পতনের পর পরই মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে এসে হামলা করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা বাড়ির ভেতরে মন্দির ভাঙচুর করে রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী ফয়সাল হোসেন শুভ জানান, তার বাবা হাসান হোসেন বাবু বিএনপি দলীয় সর্মথক ছিলেন। চাচা জেলা আওয়ামী লীগের গুরত্বপূর্র্ণ পদে থাকার কারণে সোমবার রাতে দুর্বৃত্তরা প্রথমে তাদের বাড়িতে হামলা করে। পরে তার এবং বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আরেক ব্যাবসায়ী রুপায়ন হাজরা জানান, শেখ হাসিনা সরকারের পতনকে কেন্দ্র করে সোমবার বিকালে একটি আনন্দ মিছিল বের হয় পাটকেলঘাটা বাজারে। এ সময় তারা দোকান ভাঙচুর করে ৩০-৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে তার বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা করে। এ সময় হামলাকারীরা অগ্নিসংযোগ, ভাঙচুর ও নগদ টাকা স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়। স্কুলশিক্ষক বিশ্বজিত লাহিড়ী জানান, মঙ্গলবার ৭-০৮ জনের একদল মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে তার পরিবারের সবাইকে জিম্মি করে বেধড়ক মারপিট করে জখম করে। এ সময় তারা নগদ ৭০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা লুটপাট করে তার বাড়িতে আগুন জ¦ালিয়ে দেয় । এ সময় তাকে হত্যার চেষ্টা করলে তিনি পালিয়ে রক্ষা পান। এছাড়া কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের বাড়িসহ এলাকার ২০-৩০ জন হিন্দু বাড়ি ও দোকান দুর্বৃত্তরা লুট করেছে বলে অভিযোগ করেন তিনি। তালা প্রেস ক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু জানান, সোমবার সন্ধ্যার দিকে তালা বাজারে আনন্দ মিছিল চলছিল। এ সময় একদল দুর্বৃত্ত তার বাড়িতে লুটপাট করে এবং তার বৃদ্ধ মাকে মারপিট করে বাড়িতে আগুন জালিয়ে দেয়। বর্তমানে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। তালা বিএনপি সভাপতি মৃনাল কান্তি রায় জানান, উপজেলাজুড়ে যে হামলার ঘটনা ঘটছে এর দায়ভার কে নেবে, এটাই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হামলা ও লুটপাট বন্ধে বিএনপির উপর মহলের নির্দেশে কমিটি করে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App