পূরণ হচ্ছে না ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা
মধ্যনগরে সরকারি গুদামে ধান দিতে অনাগ্রহী কৃষক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে : মধ্যনগরে এ বছর ধানের দাম কেজি প্রতি ২ টাকা বাড়িয়ে (প্রতি মণ ১২৮০ টাকা দামে) কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয় গত ৭ মে। কিন্তু লটারিতে জয়ী হয়েও সরকারি খাদ্যগুদামে ধান দিতে অনাগ্রহী কৃষকরা।
টানা দুই বছর ধরে সুনামগঞ্জের কৃষকদের কাছ থেকে ধান কিনে সরকারি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না খাদ্য বিভাগ।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মধ্যনগরে বোরো ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে হাজারো কৃষকের মুখে। উপজেলার ১৩ হাজার ২৮৬ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে প্রায় ৮১ হাজার মেট্রিক টন ধান। তবে উপজেলায় ধানের উৎপাদন বাড়লেও সরকার লক্ষ্যমাত্রার মাত্র ২ দশমিক ২ শতাংশ ধান কিনছে। এমনকি কৃষকদের কাছ থেকে নামমাত্র এই ধান কিনতে হিমশিম খেতে হচ্ছে খাদ্য বিভাগকে। কারণ হিসাবে কৃষকরা বলছেন, গুদামে ধান ভালো করে শুকিয়ে নিয়ে গেলেও তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। সেই সঙ্গে সড়ক পথে কিংবা নৌপথে ধান নিয়ে গেলে যাতায়াত খরচ বেশি হয়। এতে লাভ কম হয়।
শালদিঘা হাওরের কৃষক শাহজাহান মিয়া বলেন, কড়া রোদে ধান শুকিয়ে বস্তায় ভরে খাদ্য গুদামে নিয়ে গেলেও তারা বলে আমাদের ধান শুকানো হয়নি। আবারো শুকাতে হবে, না হলে ধান রাখব না। এতে আমাদের বিপাকে পড়তে হয়। তাই গত দুই বছর ধরে ফড়িয়াদের কাছে ধান বিক্রি করি।
বোয়ালার হাওরের কৃষক রঞ্জন তালুকদার বলেন, প্রতি বছরেই সুনামগঞ্জের মধ্যনগরে ধানের উৎপাদন বাড়ছে। চলতি বছর প্রায় ৮১ হাজার মেট্রিক টনের ওপর ধান উৎপাদন হয়েছে। কিন্তু সরকার কিনবে মাত্র আড়াই হাজার মেট্রিক টন ধান। তাও আবার লটারির মাধ্যমে। তাই এত আইনি মারপ্যাঁচে না পড়ে ফড়িয়াদের কাছে ধান বিক্রি করে দিয়েছি।
মধ্যনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন কুর্মী জানান, চলতি বছরে এ উপজেলার কৃষকদের কাছ থেকে ২ হাজার ৫০০ মেট্রিক টন ধান কেনার কথা থাকলেও এ পর্যন্ত মাত্র ৫৫৪ মেট্রিক টন ধান কিনতে পেরেছি।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম ভূঁইয়া বলেন, চলতি মৌসুমে ধানের দাম বাড়ায় লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করেছিলাম। কিন্তু তিন দফা বন্যার কারণে সেটি সম্ভব হয়নি। তবে পুরো আগস্ট মাসজুড়ে হাওরের কৃষকদের কাছ থেকে ধান কিনবো। আশা করি লক্ষ্যমাত্রা পূরণ না হলেও খুব একটা পার্থক্য থাকবে না।