×

এই জনপদ

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আহত ১০

Icon

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দুটি বাস ও একটি জ¦ালানি তেলবাহী ট্যাংকের ত্রিমুখী সংঘর্ষে শাহাদাত হোসেন (৪৫) ও মোহাম্মদ সানাউল্লাহ (৩০) নামের দুজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকার হিমাদ্রি কোল্ড স্টোরেজের সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত ট্যাংকারের চালক শাহাদাত হোসেন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা এবং শ্যামলী নৈশ্য কোচের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ সদর উপজেলার রুহিয়া চামেশ্বরী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ৬টার সময় জগন্নাথপুর এলাকার হিমাদ্রি কোল্ড স্টোরেজের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী এন্টারপ্রাইজের একটি নৈশ্যকোচ অন্যদিক থেকে আসা জ¦ালানি তেলবাহী ট্যাংকে সামনে থেকে ধাক্কা দেয়। ঠিক একই সময়ে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র বহনকারী বাসও এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী সানাউল্লার মৃত্যু হয় ও ফায়ার সার্ভিসের উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তেলবাহী ট্যাংকের চালক শাহাদাদ মারা যান। আহত ১০ জনের মধ্যে নৈশ্য কোচের চালকসহ দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক দুর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় ও আহত ১০ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে অন্য একজন মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণপিটুনিতে দুই মাসে নিহত ৩৩ জন

গণপিটুনিতে দুই মাসে নিহত ৩৩ জন

৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

মনখারাপ দূর করবে কাজুবাদাম!

মনখারাপ দূর করবে কাজুবাদাম!

দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

চেন্নাই টেস্ট দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App