×

এই জনপদ

ধুনট

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

Icon

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় আল-আমিন (২৪) নামে যুবলীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ধুনট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চরধুনট গ্রামের ভুলু ড্রাইভারের ছেলে।

গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আল-আমিন ধুনট পৌর যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। একই সময় দুর্বৃত্তদের লাঠির আঘাতে আবু হানিফ (২৩) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আবু হানিফ একই এলাকার বেলাল হোসেনের ছেলে।

ধুনট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বুধবার সন্ধ্যার দিকে ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলের চড়ে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হন আল আমিন। পথিমধ্যে ধুনট-গোসাইবাড়ি পাকা সড়কের ইছামতি নদীর চরধুনট সেতু এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অটোভ্যান থেকে নেমে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় আল-আমিনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় তারা। পরে আবু হানিফের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়েই যুবলীগ নেতাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। আহত আবু হানিফকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App