সাঁথিয়ায় হামলায় যুবক নিহত
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছির প্রামাণিক (৪২) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামের মৃত ইলবাজ প্রামাণিকের ছেলে। হামলাকারীরা নিহতের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরসহ লুটপাট করে। এ সময় তারা ঘরে অগ্নিসংযোগ করে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন থানার সব কার্যক্রম বন্ধ থাকায় মন্তব্য করতে রাজি হননি।
তবে তিনি জানান, অভিযোগ পেলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।