পত্মীতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি : পতœীতলায় উপজেলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। প্রতিমন্ত্রী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কার্যক্রমের বিবরণী শোনেন। তিনি বলেন, পতœীতলাকে কিভাবে আরো একটু ভালো করা যায় সে বিষয়ে ভাবতে হবে। সভা শেষে প্রধান অতিথি সমাজসেবা অফিসের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৮৪ জন শিক্ষার্থী ও ১২৫ জন বয়স্ক ব্যক্তির মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।