×

এই জনপদ

ঝিকরগাছায় প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

Icon

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্পেন প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

গতকাল রবিবার রাত ৩টার দিকে উপজেলার নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী বেগম (৫০) ওই গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। এ সময় তাদের কন্যা সন্তান জান্নাতী খাতুন (১১) ছুরিকাঘাতে আহত হয়। সে বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

চুরি করতে এসে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এমন ধারণা করা হলেও ঘর থেকে কোনো জিনিস খোয়া যায়নি। নিহতের দেবর জুলফিকার আলী ভুট্টো জানান, রাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘাতক ঘরে ঢুকে ভাবীকে হত্যা করেছে। বাচ্চা চিৎকার করলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, রাতে এক ব্যক্তি জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় তাকে দেখে ফেলায় ফেরদৌসী বেগমকে কানের নিচে ও বুকে ছুরিকাঘাত করা হয়। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। বাচ্চাকেও ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে এলে ঘাতক পালিয়ে যায়। ওসি আরো জানান, চুরি করতে এসেছিল নাকি হত্যার উদ্দেশ্যেই এসেছিল, বিষয়টি এখনো পরিষ্কার নয়। বাচ্চার বক্তব্য অনুযায়ী ঘরে একজনই ঢুকেছিল। তবে ঘর থেকে কোনো জিনিস খোয়া যায়নি। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে যে ৮ জেলার নিম্নাঞ্চল

বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে যে ৮ জেলার নিম্নাঞ্চল

শেখ হাসিনার ক্ষমতার ভিত কাঁপিয়ে দেওয়া সেই সাংবাদিক এখন বাংলাদেশে

শেখ হাসিনার ক্ষমতার ভিত কাঁপিয়ে দেওয়া সেই সাংবাদিক এখন বাংলাদেশে

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App