চৌদ্দগ্রামে গাঁজাসহ আটক ২
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা বোঝাই ২৫ কেজি গাঁজাসহ মো. ইউসুফ ও কাজী মো. লিটনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে ও জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের কাজী অহিদুর রহমানের ছেলে কাজী মো. লিটন। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের নির্দেশে পুলিশের একটি টিম চিওড়া ইউনিয়নের ঘোষতল এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। এ সময় একটি স্কুল ব্যাগ ও প্লাস্টিকের বস্তায় থাকা ২৫ কেজি গাঁজা উদ্ধার ও অটোরিকশা জব্দ করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইউসুফ ও লিটনের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।