×

এই জনপদ

কসবায় আইনমন্ত্রী

কোটা আন্দোলনে কিছু দল মাঠে নেমেছে

Icon

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খ ম হারুনুর রশীদ ঢালী, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : কোটা আন্দোলনে ছোটখাটো কিছু দল মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আন্দোলনের কোনো ইস্যু নেই। গতকাল শুক্রবার কসবায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষেণাবেক্ষণ কর্মসূচি-৩ এর আওতায় নিয়োগপ্রাপ্ত কর্মীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আন্দোলনে কোনো ইস্যু নেই। এরশাদ-জিয়া রাজাকার আলবদরকে মন্ত্রী বানিয়ে আইনের শাসন নষ্ট করেছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। এই কোটা আন্দোলনে ছোটখাটো টুটকা-ফুটকা কিছু দল মাঠে নেমেছে। কিন্তু আন্দোলনের কোনো ইস্যু নেই। আপনারা শুধু শুধু রাস্তায় থাকবেন না। আপনাদের কাজ লেখাপড়া করা। আপনাদের কোনো বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ৭ আগস্ট বক্তব্য রাখবেন। মন্ত্রী ২ কোটি ৭১ লাখ টাকার ব্যয়ে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নবনির্মিত বাসভবন উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষেণাবেক্ষণ চেক বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, উন্নয়ন অব্যাহত রাখার জন্য মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করতে দেয়া যাবে না, এইটাই আমাদের শপথ। বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান তাই বীর সন্তানদের শ্রদ্ধা করতে হবে। এই শ্রেষ্ঠ সন্তানদের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি আর আজ আমি মন্ত্রী হতে পেরেছি। কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিযার মুক্তারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App