কাহারোল
কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গতকাল শনিবার হিন্দু সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানান, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাকারিয়া জাকা। এরপর দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা দেন, এজেন্ট রনজিৎ কুমার সিংহ, নির্বাহী কমিটির সদস্য ডা. দুলাল চন্দ্র রায় (ডা. ডিসি রায়), উত্তম কুমার রায়, রতন সিং, গোপেশ চন্দ্র রায়, বিমল চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূর-এ-আলম, জেলা পুলিশ সুপার শাহ্ মো. ইফতেখার আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দীন, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু হুসাইন বিপুসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন মন্দির পরিদর্শন শেষে পূজা-অর্চনায় অংশগ্রহণ করেন।