পার্বতীপুর
ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বিষয়ে কর্মশালা
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) থেকে : পার্বতীপুরে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে (আইবিএফপিএল) স্থাপিত যন্ত্রপাতিসমূহের গুরুত্ব ও সচেতনতাবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক। কর্মশালায় বক্তব্য দেন, পৌর মেয়র মো. আমজাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন, ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের ইনচার্জ ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) এএসএম আহসান হাবীব, মনমথপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ আলী, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক প্রমুখ। এ সময় প্রকল্পের ইনচার্জ এএসএম আহসান হাবীব বলেন, ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বিদেশের সঙ্গে বাংলাদেশের প্রথম পাইপলাইন হওয়ায় পাইপলাইনে যে কোনো ধরনের সমস্যা তৈরি করলে তা দেশের ভাবমূর্তি নষ্ট করবে। দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাংলাদেশ অংশে ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার পাইপলাইন এলাকার জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে সচেতন করার উদ্যোগ নেয়া হয়েছে।