ভূমি অফিস নেই
সেবাবঞ্চিত তিন ইউনিয়নের মানুষ
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে : সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি ভূমি অফিস থাকার কথা থাকলেও সুুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সদর ইউনিয়ন ছাড়া আর কোনো ইউনিয়নে নেই ভূমি অফিস। উপজেলাটি মধ্যনগর সদর, চামরদানী, বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ এই চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। এদিকে ভূমি অফিস না থাকায় তিনটি ইউনিয়নের মানুষকে ভূমিসেবা পেতে দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য ওই তিন ইউনিয়নে ভূমি অফিসের সেবা কার্যক্রম শুরু করার জন্য জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের জরগণ।
জানা যায়, মধ্যনগর উপজেলা এতদিন ধর্মপাশা উপজেলার অধীনে একটি থানা ছিল। ২০২১ সালের ২৬ জুলাাই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ১১৭তম সভায় মধ্যনগর থানাকে উপজেলা হিসেবে উন্নীত করা হয়। প্রায় তিন বছর ধরে মধ্যনগর উপজেলায় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এই উপজেলায় ১৫২টি গ্রাম ও ৮৯টি মৌজা রয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের তিনটিতে ইউনিয়ন ভূমি অফিস নেই। এতে ওই তিনটি ইউনিয়নের মানুষকে মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিসে এসে জমির খাজনা দেয়ার পাশাপাশি ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা নিতে হচ্ছে। এর ফলে তাদের অর্থ ও সময় দুটোই অপচয় হওয়ার পাশাপাশি নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের বাসিন্দা হেকিম আলী, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া ও চামরদানী ইউনিয়নের চামরদানী গ্রামের বাসিন্দা বাদল চন্দ্র সরকার বলেন, আমাদের এই তিন ইউনিয়নে ভূমি অফিস নেই। মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আমাদের ভূমিসেবা নিতে হচ্ছে। এতে অর্থ অপচয়ের পাশাপাশি সময়েরও অপচয় হচ্ছে। দ্রুত এই তিন ইউনিয়নে ভূমি অফিসের কার্যক্রম শুরু করা হোক, যাতে আমরা সেবা নিতে পারি, এমনটাই দাবি জানাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
মধ্যনগর সদর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, আমাদের অফিসে ছয়জন জনবল থাকার কথা থাকলেও আমরা আছি মাত্র তিনজন। এই তিনজনকেই চারটি ইউনিয়নের ভূমিসংক্রান্ত কাজ করতে হচ্ছে। এ অবস্থায় আমাদের সবসময় কাজের মধ্যে থাকতে হয়। এতে জনগণকে কাক্সিক্ষত সেবা দেয়া সম্ভব হচ্ছে না।
চামরদানী ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু বলেন, উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে মাত্র মধ্যনগর সগর ইউনিয়নে ভূমি অফিস আছে। বাকি তিনটি ইউনিয়নে ভূমি অফিস নেই। জনদুর্ভোগ লাঘবে দ্রুত বাকি তিনটি ইউনিয়নে ভূমি অফিস সৃজন করে দ্রুত কার্যক্রম শুরু করার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে একটি ভূমি কার্যালয় সৃজন করার জন্য ইতোমধ্যে একটি প্রস্তাবনা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রস্তাবনাটি ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।