মুরাদনগরে ফারুক হত্যায় চার আসামির মৃত্যুদণ্ড
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) থেকে : মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ফারুক আহাম্মেদ রাজু হত্যা মামলায় ১১ বছর পর অভিযুক্ত চার আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক ইয়াসমিন এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের সুরুজ মিয়ার ছেলে রফিক (২৫), ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে নাজমুল সিকদার (২০), দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মালু মিয়ার ছেলে মান্নান (২৭) ও একই উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের রঞ্জু মিয়ার ছেলে সুমন (২৮)। আসামিরা সবাই পলাতক।
জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ২ ডিসেম্বর রাতে পাওনা টাকা নিয়ে দ্ব›েদ্বর জেরে কাপড় ব্যবসায়ী ফারুক আহাম্মেদ রাজুকে বাড়ি থেকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। আসামিরা রাজুর দেহ থেকে মাথা আলাদা করে সেফটিক ট্যাঙ্কে ফেলে দিয়ে দেহ স্থানীয় একটি মাঠে বালুচাপা দিয়ে রাখে। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ বালুর মাঠে গিয়ে চাপা দেয়া অবস্থায় মানুষের হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের পর পাশের একটি সেফটিক ট্যাঙ্ক থেকে ব্যবসায়ী ফারুকের কাটা মাথা উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এসআই আনোয়ার হোসেন তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি ও ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।