মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের ছাতা বিতরণ
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মঠবাড়িয়ায় বর্ষায় জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে ৫০টি রঙিন ছাতা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার এই ছাতা বিতরণ করেন হাতেখড়ি ফাউন্ডেন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এদিন বেলা ১১টায় উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের বলেশ্বর নদী সংলগ্ন ১৮১নং উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সজীব মিত্র, সাধারণ সম্পাদক সৌরভ হালদার, সদস্য রাব্বি ও রচি প্রমুখ।
রাব্বি হোসেন নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ছাতার জন্য প্রায় স্কুলে আসা হতো না। এখন থেকে নিয়মিত স্কুলে আসতে পারব। ৩য় শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার বলেন, এখন স্কুলে আসতে আর কোনো অসুবিধা হবে না। মা-বাবাও বৃষ্টির কারণে স্কুলে আসতে বারণ করবে না।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি রানী বলেন, ক্লাসে অনুপস্থিতির কারণ হিসেবে শিক্ষার্থীরা বৃষ্টি ও ছাতা না থাকার কথা বলে। অনেক শিক্ষার্থীকে দেখেছি বই-খাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে স্কুলে আসতে। সত্যিই এই উদ্যোগ স্কুলে শিক্ষার্থী উপস্থিতিতে সহায়তা করবে।
হাতেখড়ি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, শিক্ষার্থীরা ছাতার অভাবে প্রায়ই স্কুলে যেতে না পারার বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে। আমারা প্রতি বছরের মতো তহবিল সংগ্রহের পর প্রথম ধাপে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে ৫০টি রঙিন ছাতা বিতরণ করেছি। আমাদের উদ্যোগের সঙ্গে ছিল চলো স্বপ্ন ছুঁই ও সিট টু মিট সংগঠনের সদস্যরা।