ঠাকুরগাঁও
২৪ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ বৃদ্ধের
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : নিখোঁজের ২৪ দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁও পৌর শহরের ঘোষপাড়া মহল্লার মো. মাজেদুর রহমানের (৭২)। গতকাল শুক্রবার পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
জানা যায়, পৌর শহরের ঘোষপাড়া মহল্লার মো. মাজেদুর রহমান গত ১১ জুন রাতে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হন। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন এলাকায় খোঁজখবর নিলেও তার কোনো সন্ধান পাননি। পরে ওই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ মাজেদুরের ছেলে মো. শাহাজাহান আলী (৩৯) জানান, তার বাবা মাঝে মধ্যেই এভাবে বিভিন্ন স্থানে চলে গেলেও আবার নিজেই বাড়িতে ফিরে আসতেন। নিখোঁজের দিন মাঝরাত অবধি বাড়ি না ফিরলে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। পরদিন পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মাজেদুরের ভাতিজা মো. হায়দার আলী বলেন, চাচা এক বছর আগে স্ট্রোক করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এর পর থেকে তার বিভিন্ন স্থানে চলে যাওয়ার অভ্যাস তৈরি হয়। তবে তাকে ফিরে পেতে সব ধরনের তৎপরতা চলমান রয়েছে।