সিংগাইর
বেওয়ারিশ কুকুরের কামড়ে এলাকায় আতঙ্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইরের ধল্লা ইউনিয়নের ধল্লা ও নয়াপাড়া গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, ওই ইউনিয়নের বিভিন্ন পেশার লোকজনকে হরহামেশা কামড়াচ্ছে জোটবদ্ধ বেওয়ারিশ কুকুর। এর মধ্যে নয়াপাড়া গ্রামের আজিজুলের মেয়ে সুলতানা (৩ ), ধল্লা গ্রামের মজনুর ছেলে আবুজর (৩), শরিফুলের ছেলে সৌরভ (১১), মৃত রহমতের ছেলে ইসরাফিল (৬০), জহুরুল হকের স্ত্রী মরিয়ম (৫৫) ও সামছুল হক (৫৫)। এছাড়া একই গ্রামের গোলাম গাউছ মিয়ার বাছুর গরুসহ হাঁস-মুরগি ও ছাগল কুকুরের কামড়ের শিকার হয়েছে। স্থানীয় বাসিন্দা ও মরহুম আজিম উদ্দিন মেম্বার স্মৃতিসংঘের সাবেক সভাপতি গোলাম গাউছ মিয়া বলেন, জলাতঙ্ক রোগের বিস্তার রোধে পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি। মানুষ, গরু-বাছুর, হাঁস-মুরগির জীবন রক্ষার্থে এবং স্কুলগামী ছাত্রছাত্রীদের যাতায়াতের ভয় দূর করতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তাসনুভা মারিয়া বলেন, আমি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।