×

এই জনপদ

সিরাজগঞ্জে মানববন্ধন

রেলসুবিধা বাড়ানোসহ তিন দফা দাবি

Icon

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

  রেলসুবিধা বাড়ানোসহ  তিন দফা দাবি

হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ থেকে : রেলসিটি হিসেবে খ্যাত সিরাজগঞ্জকে রেললাইন থেকে প্রায় বিচ্ছিন্ন করে তোলায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এ জেলার সঙ্গে বিভিন্ন জেলার ১৪টি ট্রেনের মধ্যে সংযোগ ছিল। কিন্তু এখন এ জেলা অনেকটাই রেলশূন্য। বর্তমানে সিরাজগঞ্জের সঙ্গে ঢাকার মধ্যে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামমাত্র একটি ট্রেন চালু থাকলেও কোনো সুযোগ-সুবিধা নেই।

এ অবস্থায় জেলায় রেলসুবিধা বাড়ানোসহ ৩ দফা দাবিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সোচ্চার হয়েছেন। দাবি আদায়ে গতকাল রবিবার সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রীর কাছে স্বারকলিপি দিয়েছে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে সিরাজগঞ্জ দেশের অন্যতম রেলসিটি হিসেবে পরিচিত ছিল। তখন সিরাজগঞ্জ থেকে খুলনা দিন-রাত দুটি ট্রেন চালু ছিল। দেশ স্বাধীন হওয়ার পর এ রুটে ‘ঝটিকা’ নামে আরো একটি ট্রেন চালু হয়। এতে খুলনাগামী ট্রেনের মাধ্যমে সিরাজগঞ্জের মানুষ ঈশ্বরদী, পাবনা, যশোর, কুষ্টিয়া প্রভৃতি জেলায় যাতায়াত করতো এবং ব্যবসা-বাণিজ্যে সুবিধা ভোগ করে আসছিল। কিছুদিন পর ঝটিকা ট্রেনটি চলাচল বন্ধ হলেও ‘চিত্রা’ এবং ‘সুন্দরবন এক্সপ্রেস’ নামে দুটি ট্রেনে সিরাজগঞ্জের মানুষ খুলনায় যাতায়াতের সুযোগ পায়।

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সুন্দরবন এক্সপ্রেস বন্ধ করে দেয়া হয়েছে। আজ সোমবার থেকে একমাত্র ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটিও বন্ধ হওয়ার ঘোষণা জানতে পেরে আমরা সিরাজগঞ্জবাসী হতাশ এবং মর্মাহত। কারণ সিরাজগঞ্জ থেকে খুলনাগামী কোনো ট্রেন না থাকায় রেলপথে খুলনা, যশোর, কুষ্টিয়া ও পাবনা প্রভৃতি জেলায় যাতায়াত এবং ট্রেনে বাণিজ্যিক পণ্য পরিবহন করার সুযোগ থেকে সিরাজগঞ্জের মানুষ বঞ্চিত হবে। এ কারণে এ জেলার মানুষের অপূরণীয় ক্ষতি হবে।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়নের ধারাবাহিকতায় তিনি দেশের সবগুলো জেলাকে যখন রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তখন সিরাজগঞ্জের মতো একটি ঐতিহ্যবাহী জেলা শহরের সঙ্গে খুলনার ট্রেন চলাচলের ব্যবস্থা না থাকাটা যুক্তি সংগত নয়।

সিরাজগঞ্জ ও বগুড়া রেল সংযোগ কার্যক্রমের ধীরগতি এবং রেলপথে ঢাকা যাতায়াতের একমাত্র ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ এর অব্যবস্থাপনা সিরাজগঞ্জবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. জহুরুল হক রাজা, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার. জাসদের সাধারণ সম্পাদক আবুবক্কার ভূঁইয়া প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রীর কাছে স্বারকলিপি দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App