ব্রেকিং |
বারি-৪ আমে বারী বিশ্বাসের বাজিমাত
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মেহেরপুর প্রতিনিধি : সখের বসে বারি-৪ জাতের আম চাষ করে বাজিমাত করেছেন বারী মিয়া। চারা লাগানোর দুই বছর পর থেকেই ফলন দেয়া শুরু করেছে এ জাতের আম গাছ। প্রতিটি গাছ ১৫-১৮ কেজি করে ফলন দেয়। শখের বাগানটি এখন অর্থ আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে বারী মিয়ার।
মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী গ্রাম শোলমারীর বাসিন্দা বারী বিশ্বাস। তবে মানুষ তাকে বারী মিয়া বলেই বেশি চেনেন। তিনি শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত আছেন। স্কুলের খেলার মাঠের পূর্ব প্রান্তে বারী মিয়া গড়ে তুলেছেন আম-লিচুর বাগান। সেখানে প্রায় ২ বিঘা জমিতে ১৫৬টি বারী-৪ জাতের আম গাছ লাগিয়েছেন তিনি। লাগানোর তিন বছর পর থেকেই আম বিক্রি শুরু করেছেন তিনি। প্রতি বছর দেড় থেকে দুই লাখ টাকার আম বিক্রি করেন বারী মিয়া।
বাগান ঘুরে দেখা যায়, ডালে ডালে হালকা ঘি রঙের আম থোকায় থোকায় ঝুলছে। ৭-৮ ফুট উচ্চতার একটি একটি গাছে প্রায় ১২-১৫ কেজি আম ধরেছে। প্রতিটি আমের সাইজ ৩০০-৪০০ গ্রাম হবে। দেখতেও আকর্ষণীয় খেতেও বেশ সুস্বাদু।
আম মৌসুমের প্রায় শেষের দিকে এসে বারি-৪ জাতের আমের বেশ চাহিদা তৈরি হচ্ছে। অনেকে বারী মিয়ার বাগান দেখে, এমন করার আগ্রহ প্রকাশ করছে।
বারী মিয়া বলেন, ২০২১ সালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বারী-৪ জাতের আম সম্পর্কে ধারণা পাই। সেখান থেকেই এ জাতের আম চাষে আগ্রহী হই। পরে ওই বছরেই বারাদী ও চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গা থেকে ১৬০টি চারা সংগ্রহ করি এবং রোপণ করি। তার মধ্যে বর্তমানে ১৫৬টি চারা টিকে আছে। স্বাভাবিক সার-পানিতে বেড়ে উঠছে গাছগুলো। দ্বিতীয় বছর থেকেই মুকুল আসা শুরু করেছে। চার বছরে এসে প্রতিটি গাছে ২৫-৩০টি আম টিকে আছে। যার একেকটির ওজন ৩৫০ গ্রাম থেকে ৪০০ গ্রাম। কিছু আমের ওজন ৫০০ গ্রামের কাছাকাছি। চলতি মৌসুমে আসা করছি দেড় লাখ টাকার আম বিক্রি হবে।
সদর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন, মেহেরপুরে বিচ্ছিন্নভাবে বেশ কিছু জায়গায় বারি-৪ জাতের আম বাগান করা হচ্ছে। দেখতে খেতে বেশ ভালো। দিনদিন এই জাতের আমের বাগান তৈরিতে উদ্বুদ্ধ হচ্ছে বাগানিরা।