তিন জেলায় সড়কে ঝরল ৫ প্রাণ
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন একজন। বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ ও গাজীপুরে গতকাল রবিবার সড়ক দুটনায় এই হতাহতের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
বরগুনা : আমতলী পটুয়াখালী মহাসড়কে সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার সময় লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাকসুদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক রুবেল সিকদারও (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী গ্রামের আবদুর রশিদের মেয়ে বর্ষা খাতুন (৯) ও ৫০ বছর বয়সি বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি। গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। একই সময় শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে বর্ষা খাতুন রাস্তা পারাপারের সময় অটোরিকশা ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুলা গবেষণা কেন্দ্রের জিনিং কর্মকর্তা মোটরসাইকেল আরোহী ইউনুস আলী (৬০) মারা গেছেন। গতকাল দুপুর ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া (নতুন বাজার) তুলা গবেষণা কেন্দ্রের মেইন গেইটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী মাগুরা জেলা সদর থানার লাহুরিয়া গ্রামের মৃত আদম মোল্লার ছেলে। তিনি তুলা গবেষণা কেন্দ্রে তুলা বীজ সংগ্রহ ও জিনিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।