বানিয়াচংয়ে আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প (শরীফ খানী বুরুজ পাড়ায়) বৃক্ষরোপণ করেছে বানিয়াচং মডেল প্রেস ক্লাব। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষরোপণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা শাহিবুর রহমান, সভাপতি রায়হান উদ্দিন সুমন, সিনিয়র সহসভাপতি লিলু আহমেদ, সহসভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, আইন সম্পাদক আনছার আলী, দপ্তর সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসাইন ও ইউপি সদস্য মামুন আহমেদ প্রমুখ।