×

এই জনপদ

ফতুল্লায় আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

Icon

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ফতুল্লার আলীপাড়া এলাকায় দিনদুপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী আলাউদ্দিন ওরফে হিরাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাতে নারায়ণগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- হত্যার মূলহোতা আলাউদ্দিন ওরফে হীরা (৩৫) আল আমিন (২২) রাসেল (২০) ও সানি (২৯)। গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজী র‌্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর সিও গ্রেপ্তারের তথ্য জানান।

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের গেদ্দার বাজার আলীপাড়া এলাকায় ইট-বালুর ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন ওরফে হীরার সঙ্গে নিহত সুরুজ মেম্বারের ছেলে মুন্না আহমেদের বিরোধ চলে আসছিল।

সেই বিরোধের জেরে গত বৃহস্পতিবার সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। খবর পেয়ে নিহতের স্বজনরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সুরুজ আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুরুজ মেম্বার ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে মুন্না আহমেদ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব-১১ এর সিও তানভীর মাহমুদ পাশা বলেন, হত্যাকাণ্ডের পর থেকে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি

এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি

কোহলির ছক্কায় ভাঙল চিদাম্বরম স্টেডিয়ামের দেয়াল

কোহলির ছক্কায় ভাঙল চিদাম্বরম স্টেডিয়ামের দেয়াল

আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কাউকে তলব, প্রজ্ঞাপন জারি

আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কাউকে তলব, প্রজ্ঞাপন জারি

ভারত সিরিজে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে টাইগাররা

ভারত সিরিজে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে টাইগাররা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App