×

এই জনপদ

ঢাবিতে দুদিনব্যাপী ‘কোড সামুরাই’ শুরু কাল

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কোড সামুরাই-২০২৪’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন প্রতিযোগিতা। আগামীকাল শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই আয়োজনে দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ৪৬টি দল অংশ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ, বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি (বিজেআইটি) এবং গেøাবালগিক্স যৌথভাবে এই হ্যাকাথনের আয়োজন করছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোড সামুরাই হ্যাকাথন-২০২৪ এর আহ্বায়ক অধ্যাপক ড. উপমা কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাবি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোড সামুরাই নির্বাহী কমিটি-২০২৪ এর সদস্য সচিব ড. মো. মামুনুর রশীদ, বিজেআইটির চিফ অপারেশন অফিসার ড. মেহেদী মাসুদ, কোড সামুরাই নির্বাহী কমিটি-২০২৪ এর সদস্য মো. মাহমুদুর রহমান এবং মো. ফাহিম আরেফিন। বক্তব্যে ড. উপমা কবির বলেন, হ্যাকাথন হলো এক ধরনের প্রায়োগিক সমস্যা সমাধানের প্রোগ্রামিং প্রতিযোগিতা। হ্যাকাথনে অংশ নেয়া প্রতিযোগীরা বিভিন্ন ধরনের বৈশ্বিক কিংবা স্থানীয় সমস্যার সফটওয়্যারভিত্তিক সমাধান বের করার সুযোগ পায়। আধুনিক প্রযুক্তি শিল্পের বিকাশ ও মানুষের জীবনধারার উন্নতিতে দারুণভাবে ভূমিকা রাখছে হ্যাকাথন। তিনি আরো বলেন, প্রতিযোগিতায় সেরা দলগুলোর ১০ লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার জিতে নেয়ার আকর্ষণীয় সুযোগ রয়েছে। অংশগ্রহণকারী বাকিদের জন্যও থাকছে বিশেষ স্বীকৃতি। পাশাপাশি জাপানে ইন্টার্নশিপ এবং মর্যাদাপূর্ণ আইটি ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন যোগ্য প্রতিযোগীরা। অনুষ্ঠান সূচির মধ্যে আগামী শনিবার বিকাল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে হ্যাকাথনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা প্রধান মি. ইচিগুচি তোমোহিদে, জেট্রো বাংলাদেশ প্রতিনিধি ইয়ুজি আন্দো, পায়রাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App