×

এই জনপদ

ডিএমপি কমিশনারের অনন্য উদ্যোগ

টার্মিনালে ‘বাস বে’ ছাড়া দাঁড়ালেই মামলা

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মহাখালী টার্মিনালে ‘বাস বে’ ছাড়া দাঁড়ালেই মামলা দেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) ও প্রকল্প ম্যানেজার, ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) মো. জাহাঙ্গীর আলম গতকাল বুধবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার আরিফুর রহমান রনি বলেন, ডিএমপি কমিশনারের নির্দেশনা ও বিভিন্ন অংশীদারদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানো-নামানো পুরোপুরি বন্ধ করা হয়েছে। বাস বে-গুলো সক্রিয় করা হয়েছে। বাস বে ছাড়া লোকাল যাত্রীবাহী বাস যেমন দাঁড়াবে না, তেমনি দূরপাল্লার যাত্রীবাহী বাস নির্দিষ্ট স্টপেজ ছাড়া দাঁড়াবে না। যত্রতত্র বাস দাঁড়ানো ও যাত্রী ওঠানো-নামানো বন্ধে চালকদের এখন সতর্ক করা হচ্ছে। না মানলে কিছু কিছু ক্ষেত্রে মামলা দেয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকে কোনো সতর্কতা থাকবে না। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) মো. জাহাঙ্গীর আলম জানান, সম্প্রতি ডিএমপি কমিশনারের নির্দেশনায় ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার চেষ্টা চলছে। অননুমোদিত স্টিকার সম্বলিত যানবাহন, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যাপকভাবে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ট্রাফিক জনসচেতনতা বাড়াতে ডিএমপি সদরদপ্তর ও মাঠ পর্যায়ের ট্রাফিক সদস্যরা প্রতিনিয়ত কাজ করছেন। ঢাকা মহানগরীতে রাতে যেসব কাগজপত্রবিহীন ট্রাক বালি, মাটি ও ইটসহ নানাবিধ মালামাল বহন করে সেসব ট্রাকের বিরুদ্ধে প্রতিটি ট্রাফিক জোন ও বিভাগের সদস্যরা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App