×

এই জনপদ

দলিলের মূল্যভেদে ঘুষ সর্বোচ্চ ৭ হাজার

চৌগাছায় জমি রেজিস্ট্রি করতে শতকরা ৫ টাকা ‘অফিস রেট’

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা (যশোর) থেকে : চৌগাছায় জমি রেজিস্ট্রি করতে সরকার নির্ধারিত ফি-এর সঙ্গে শতকরা ৫ টাকা হারে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এই ‘অফিস রেট’ বাধ্যতামূলকভাবে দিতে হয়। দলিলের মূল্যভেদে এই রেট সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত দাঁড়ায়। দলিল লেখকদের কাছ থেকে এই অফিস রেটের টাকা চৌগাছা উপজেলা রেজিস্ট্রি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী (মোহরার) শহিদুল ইসলাম আদায় করেন। দীর্ঘদিন এভাবেই সাধারণ মানুষের টাকায় অবৈধ এই অফিস রেট নিয়েই দলিল রেজিস্ট্রি করছেন চৌগাছার দলিল লেখকরা। গত ২ মে বাদল মৃধা নামে একজন ব্যবসায়ীর জমি রেজিস্ট্রির সময় ঘটনাটি এই প্রতিবেদকের দৃষ্টিগোচর হয়। তখন অফিস রেটের বিষয়টি জানতে সরজমিন ও মুঠোফোনে যশোর সদর ও চৌগাছা উপজেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক ও বর্তমান একাধিক নেতাসহ দলিল লেখকদের সঙ্গে কথা হয়। তারা বলেন, ঘুষের অফিসিয়াল নামই ‘রেট’। এই রেট আমরা গ্রাহকদের কাছ থেকে নিয়ে অফিসকে দিয়ে থাকি। আর এই অফিস রেটের টাকা সাব-রেজিস্ট্রার থেকে শুরু করে সব অফিস স্টাফদের মধ্যে পর্যায়ক্রমে ভাগ হয়। এদিকে মুঠোফোনে অফিস রেটের বিষয়ে জানতে চাইলে মোহরার শহিদ তার সঙ্গে দেখা করতে অনুরোধ করেন। কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, অনেক দলিল তো ফ্রি করে নিয়ে যায়। ফ্রি মানে কী- এ প্রশ্নের উত্তরে কিছু না বলে বারবার দেখা করার অনুরোধ করতে থাকেন। সর্বশেষ শহিদ বলেন, আমি কোনো টাকা পয়সা নেই না। আপনি যা পারেন করেন। বর্তমানে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ১ দিনের রেজিস্ট্রি কার্যক্রমে মোহরার শহিদ প্রায় ৩ লাখ টাকার ঊর্ধ্বে অফিস রেট আদায় করেন বলেও অভিযোগ উঠেছে। শুধু গত ২৫ এপ্রিল এক দিনেই ১৫৭টি দলিল রেজিস্ট্রি হয়েছে বলে মোহরার শহিদ জানিয়েছিলেন। সে হিসাবে যদি দলিল প্রতি গড়ে ৩ হাজার টাকা করেও অফিস রেট হয় তাহলে এক দিনেই অবৈধ আয় ৪ লাখ ৭১ হাজার টাকা। তবে দীর্ঘ দিনের এই অফিসিয়াল রেট বা ঘুষের বিষয়টি জানেন না চৌগাছা রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার। তিনি বলেন, আপনার এ ধরনের কোনো অভিযোগ থাকলে লিখিত দেন। সাংবাদিক কেন লিখিত অভিযোগ করবে- এ প্রশ্নে তিনি বলেন, তাহলে তথ্য চাইলে নিয়ম মেনে দরখাস্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App