মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। দেশের মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলছে। সৃষ্টি করছে অর্থনৈতিক অনিশ্চয়তার। কয়েক বছর ধরেই যে হারে মূল্যস্ফীতি ঘটেছে, তার তুলনায় সাধারণ মানুষের আয় বাড়েনি। বর্তমান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। এদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে নি¤œ আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তের জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলছে এই সংকট। গত তিন দশকে আর কখনোই এত দীর্ঘসময় উচ্চ মূল্যস্ফীতি স্থায়ী হতে দেখা যায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, জুলাইয়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার বেড়ে ১৪ দশমিক ১০ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাসে এ হার ছিল ১০ দশমিক ৪২ শতাংশ। আবার সম্প্রতি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কিছুটা বেড়েছে। বিষয়গুলোর গুরুত্ব বুঝে মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা যুক্তিসঙ্গত সময়ে মূল্যস্ফীতি কমিয়ে আনব। ইতোমধ্যে আপনারা কিছুটা দেখতে পারছেন জিনিসপত্রের দাম কমে আসছে। তবে রাতারাতি কমবে না। আপনাদের যাতে দ্রুত কষ্ট লাঘব হয়, আমরা সেই ব্যবস্থাই করব। তিনি আরো বলেন, মূল্যস্ফীতির ক্ষেত্রে দুটি ব্যাপার আছে- খাদ্য উৎপাদন ও সরবরাহ। খাদ্য উৎপাদনে কতগুলো চ্যালেঞ্জ আছে। খাদ্য বলতে আমি মৎস্য, পশুপালন সব দেখছি, সঙ্গে সরবরাহও। উৎপাদন করলেই তো চলবে না। উৎপাদনের পর গুদামে থেকে যায়। এ সময় অতিদ্রুত এই ব্যাপারে অ্যাকশন নেবেন বলে আশ্বস্ত করেন তিনি। বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর জানান, আগামী চার-পাঁচ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে। এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, রিজার্ভ নিচের দিকে নেমেছে, আর মূল্যস্ফীতি গেছে উপরের দিকে। বিদেশি বিনিয়োগ কীভাবে আনা যায়, সে বিষয়েও কাজ করতে হবে। মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এক বছরও লাগতে পারে। বিশেষজ্ঞদের মতামত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিযোগিতা কমিশনকে আরো শক্তিশালী করতে হবে। সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য নজরদারি আরো বাড়াতে হবে। বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাস্বার্থ সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। অর্থনীতিতে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। মূল্যস্ফীতি শুধু জীবন-জীবিকা না, এটা ইনভেস্টমেন্টের ব্যাপার। পারস্পরিক ব্যবসা-বাণিজ্যের ব্যাপার। মূল্যস্ফীতি ও মুদ্রানীতি সমন্বয় করেই কাজ করতে হবে। সমন্বয়হীনতার জন্য যে অর্থের অপচয় হয়, তা হতে দেয়া যাবে না। অর্থের অপচয় রোধ করতে হবে এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সেটা দেশি সম্পদ হোক বা বিদেশ থেকে ধার করা হোক। যেভাবেই হোক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণ মানুষ মূল্যস্ফীতির ভার থেকে মুক্ত হয়ে স্বস্তি চায়।