আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকেও বাদ কেডিএস গ্রুপ
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : এস আলম গ্রুপের সহযোগিতায় ন্যাশনাল ব্যাংক এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান চট্টগ্রামভিত্তিক কেডিএস শিল্প গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
এস আলম গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠায় এস আলম গ্রুপের সহযোগিতায় দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ পান কেডিএস গ্রুপ। ব্যাপারটি পরিষ্কার হয়ে যাওয়ার পর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
এস আলম গ্রুপের সঙ্গে যোগসাজশ করে ন্যাশনাল ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মনোনীত হন এস আলম পরিবারের দীর্ঘদিনের সহযোগী ও নিকটাত্মীয় কেডিএস গ্রুপের চেয়ারম্যান পিতা খলিলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক পুত্র সেলিম রহমান। ইতোপূর্বে কেডিএসের চেয়ারম্যান খলিলুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ও ৩ সেপ্টম্বর মঙ্গলবার কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমানকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এস আলম মনোনীত খলিলুর রহমানের ভাই পরিচালক আহমদুল হককেও সরানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আদেশে পর্ষদ বাতিল করা হয়, ওই আদেশে নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল কেডিএস গ্রুপের সাবেক ব্যবসা সহযোগী ও আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপের হাতে। দুই শিল্পগ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হলে সিকদারের দুই পুত্র খলিলুর রহমানকে পর্ষদ থেকে বের করে দেয়।
তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ সময়ে গত মে মাসে সিকদার গ্রুপকে সরিয়ে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে বসানো হয় চট্টগ্রামভিত্তিক কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানকে।
তিনি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠজন। চট্টগ্রামে তাদের বাড়িও পটিয়া উপজেলায়। এস আলম গ্রুপ ওই সময় পরিচালনা পর্ষদে নিজেদের লোকজনকে বসায় শেখ হাসিনার সরকারের প্রভাব খাটিয়ে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন খাজা শাহরিয়ার। তিনি লংকাবাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। স্বতন্ত্র পরিচালকরা হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক এম আবু ইউসুফ এবং চার্টার্ড অ্যাকাউন্টেট মোহাম্মদ আশরাফুল হাছান।