গেøাবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গেøাবাল ইসলামী ব্যাংক পিএলসির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্ষদের সদস্য মো. জামাল মোল্লা, নুরুল ইসলাম খলিফা, অধ্যাপক আবু হেনা রেজা হাসান, মু. মাহমুদ হোসেন, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থা গভীরভাবে পর্যালোচনার পাশাপাশি আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক স্বল্প সময়ে সংকট কাটিয়ে উঠার লক্ষ্যে বাস্তবসম্মত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তি