×

অর্থ শিল্প বাণিজ্য

জিএম ও ডিএমডি পদে পদোন্নতি

তিন সরকারি ব্যাংকের নীতিমালা সংশোধনের দাবি

Icon

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : রাষ্ট্র মালিকানাধীন সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক পিএলসির জিএম ও ডিএমডি পদে পদোন্নতি ও পদায়ন নীতিমালার সংশোধন চাইছেন এই তিন ব্যাংকের কর্মকর্তারা। সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা সম্প্রতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে দেয়া এক চিঠিতে এ সংশোধনের দাবি জানিয়েছেন।

চিঠিতে তারা বলছেন, নিজ নিজ ব্যাংক থেকে পদায়নের সুযোগ বাতিল করায় রূপালী ব্যাংকের জুনিয়র কর্মকর্তারা এই তিন ব্যাংকে এসে তুলনামূলক বড় পদে বসছেন। এতে কাজের পরিবেশ বিঘিœত হচ্ছে। সেজন্য তারা আগের মতো শুধু নিজ নিজ ব্যাংকের পদের বিপরীতে পদোন্নতি ও পদায়ন চেয়েছেন।

চিঠিতে আরো বলা হয়, সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক শতভাগ শেয়ার সরকারের হাতে ন্যস্ত রেখে ২০০৭ সালে বাংকগুলোকে লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হয়। ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ডিএমডি ও জিএম পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নিজ নিজ ব্যাংকেই ন্যস্ত করে। পরবর্তী সময়ে বিআরপিডি সার্কুলার নম্বর- ১৪ তারিখ ১৮.১০.২০১৮ জারি করে কেবল ডিএমডি পদে নিয়োগ, পদোন্নতি ও বদলির কার্যক্রম মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০২৩ সালের জানুয়ারিতে জিএম পদের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নিজেদের হাতে নিয়ে নেয়।

এর আগে ২০১৯ সালেও তারা একই সিদ্ধান্ত নিয়ে পরে তা বাতিল করে দেয়।

সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির আওতায় ১৯৯৮ সালে একটি বৃহৎ ব্যাচ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকে চাকরি শুরু করে। যোগদানের সময় মেধাভিত্তিক প্রার্থীর যথাক্রমে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে নিয়োগ দেয়া হয়। কিন্তু একই সময়ে যোগদান করা সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের একজনও জিএম বা মহাব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগ পাননি। অন্যদিকে রূপালী ব্যাংকের কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি দেয়া হয়। ফলে রূপালী ব্যাংকের কর্মকর্তারাই অন্য ব্যাংকগুলোতে জিএম, ডিএমডি ও এমডি পদে বসার সুযোগ পেয়েছেন। এতে সোনালী, জনতা ও অগ্রণী এই তিন ব্যাংকে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। এজন্য পদোন্নতি ও পদায়ন নীতিমালা সংশোধন ও আগের নীতিমালা বাতিলের দাবি জানানো হয়েছে। চিঠিতে আরো বলা হয়, শুধু একটি ব্যাংককে সুবিধা দেয়ার জন্য জারি করা নীতিমালার ফলে অন্য ব্যাংকের কর্মকর্তাদের মেধা, অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতা লঙ্ঘিত হয়েছে। রূপালী ছাড়া অন্য ব্যাংকের অভিজ্ঞ ব্যাংকারদের পদোন্নতির স্বপ্ন পদদলিত হয়েছে এবং সার্বিকভাবে ব্যাংকিং খাতে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এজন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মই এদেশের একটি মহলের প্রধান শত্রু : শায়খ আহমাদুল্লাহ

ধর্মই এদেশের একটি মহলের প্রধান শত্রু : শায়খ আহমাদুল্লাহ

যে কারণে হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

যে কারণে হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

গোলাপ শাহ মাজারে উত্তপ্ত পরিস্থিতি, অতঃপর সেনাবাহিনীর আগমন

গোলাপ শাহ মাজারে উত্তপ্ত পরিস্থিতি, অতঃপর সেনাবাহিনীর আগমন

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App