×

অর্থ শিল্প বাণিজ্য

এফএসআইবি

নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মান্নান

Icon

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মান্নান

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি এশিয়া প্যাসিফিক ও ভূ-মধ্যসাগরীয় অঞ্চলের নির্বাচিত সিইওদের সেরা সম্মাননা ‘দ্য এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬’ অর্জন করেন। এছাড়া সরদার প্যাটেল অ্যাওয়ার্ড-২০১৬, ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০১৩, রেমিট্যান্স অ্যাম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০১২ এ ভূষিত হয়েছেন।

নতুন পর্ষদের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম, পিএইচডি, এফসিএমএ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জনাব মো. রাগিব আহসান, এফসিএ।

চেয়ারম্যান হিসেবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কিছু অনাকাক্সিক্ষত ঘটনা থাকলেও শীঘ্রই এই সংকট কাটিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একটি সুদৃঢ় ও গ্রাহকবান্ধব ব্যাংকে পরিণত হবে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক ও গ্রাহকের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক। এই সম্পর্কের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যাংকটি দেশের অন্যতম শরিয়াহ ব্যাংকে উন্নীত হবে। গ্রাহকের আমানতের সুরক্ষা ও আস্থা রক্ষায় ব্যাংকের প্রতিটি স্তরে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

মাজার হামলার প্রতিবাদে ৫ দফা দাবি গণপ্রতিরোধ যাত্রার

মাজার হামলার প্রতিবাদে ৫ দফা দাবি গণপ্রতিরোধ যাত্রার

এনআইডি সরকারের অধীনে নিলে ভোটার তালিকার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন উঠবে

ইসি সচিব এনআইডি সরকারের অধীনে নিলে ভোটার তালিকার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন উঠবে

এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব

এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App