স্টারপাথ হোল্ডিংস ও এমটিবি চুক্তি সই
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের সঙ্গে কর্মীদের পে-রোল ব্যাংকিংসেবা দেয়ার একটি চুক্তি স্বাক্ষর করে। এমটিবির প্রধান কার্যালয় এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় ক্যাশ ম্যানেজমেন্ট সেবাবিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি বিনিময় করেন এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন এবং স্টারপাথ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমটিবির প্রিন্সিপাল শাখার শাখা ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, এমটিবি সেন্টার করপোরেট শাখার শাখা ব্যবস্থাপক সাজিয়া হোসেন, রিটেইল সেগমেন্টস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান ও পে-রোল ব্যাংকিংয়ের প্রধানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি